Sunday, October 26, 2014

জিপি সিম দিয়ে ফ্রি নেট চালান সাথে থাকছে সেরা ৭ টি server !

আশা করি সবাই ভাল আছেন?
আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম।
বর্তমানে জিপি সিম দিয়ে ফ্রি নেটের সকল
সার্ভারগুলো......যা দিয়ে আপনারা জিপিতে টাকা/
MB ছাড়া নেট চালাইতে পারবেন....!!
এখন আসল কথায় আসি।এখানে ফেসবুকের
সার্ভারগুলো দিয়ে ফ্রি চালাইতে হলে অব্যশই
আপনাকে জিপির ফ্রি fb
প্যাকেজটি কিনতে হবে তবে অন্য
সার্ভারে যেকোন একটি প্যাকেজ একটিভ থাকলেই
হবে।
এখন আসুন ফ্রি Fb প্যাকেজটি কিভাবে কিনবেন?
এটি কিনতে ডায়াল করুন-
*500*10#
নম্বরে।এতে আপনি বন্ধু প্যাকেজে থাকলে ৬টাকায়
এবং অন্য যেকোন প্যাকেজে থাকলে ১৪ টাকায় এই
ফ্রি fb প্যাকেজটি পাবেন।
এবার আপনার Android ফোনে Setting করেন এভাবে....
Name= নয়ন
Apn= gpwap
Proxy= 10.128.1.2
Port= 8080
এবার নিচ থেকে Yandex Opera টি ডাউনলোট করুন-
Opera Yandex 7.5. Handler.Apk
☞Unlock code:
☞www.nextwap.net⇊
এবার আপনি নিচের যেকোন একটি সার্ভার front Qurery
জন্য দেওয়া আছে আপনি এখান থেকে পছন্দমত
একটা বসাবেন-
http://www.facebook.com @
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
m.facebook.com @
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
facebook.com @
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
zero.Wikipedia.org @
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
bits.wikimedia.org @
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
meta.m.wikimedia.org @
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
meta.wikimedia.org @
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
[বিঃদ্রঃ সকল সার্ভারে @ এর আগে একটা স্পেসহবে।
proxy type: HOST
Proxy Server:
202.56.4.225/
এবার Opera Protocol টা http
করে দিলে কাজ শেষ।
এখন আপনি জিপি দিয়ে সরাদিন ফ্রি চালান কোন
প্রকার ঝামেলা ছাড়া....!

Copy@techtunes.com.bd

Rahimul Islam 8801750004111

Saturday, August 24, 2013

সফটওয়্যার ছারাই USB দিয়ে Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স ইন্সটল

আজকে আমরা চমৎকার একটি জিনিশ দেখব। যদিও এটি অনেকের কাছে খুব পরিচিত কিন্তু মনে রাখতে হবে প্রতি নিয়ত আমাদের সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন মানুষ যাদের অনেক কিছু শিখার এবং শেয়ার করর আছে এখনো। আজকে আমরা শিখব সফটওয়্যার ছারাই USB দিয়ে তৈরি করুন Bootable Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স ইন্সটল করা।
Windows xp উবুন্টু, লিনাক্স মিন্ট জন্য ২ GB,Windows 7 এর জন্য ৪ জিবি পেনড্রাইভের দরকার হবে।

১। প্রথমে আপনার পেনড্রাইভকে NTFS করুন।
২। Click Start -> Click Run এবার টাইপ করুন Command অথবা keyboard থেকে window+r চাপুন cmd লিখে ইন্টার দিন ।
৩। DOS Window আসবে কমান্ডে লিখুন convert G: /FS:NTFS লিখে ইন্টার দিন।
আমার ড্রাই (G) আপনার পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তা লিখুন হয়ত বা D অথবা অন কিছু । বাঁচ হয়ে গেলো USB ড্রাইভকে NTFS ফরম্যাট।
এখন করুন Bootable Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স মিন্ট
১. Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স মিন্ট CD আপনার Computer এর CD রুমে in করান।
২. Click Start -> Click Run এবার টাইপ করুন Command অথবা keyboard থেকে window+r চাপুন cmd লিখে ইন্টার দিন।
৩. DOS Window আসবে কমান্ডে লিখুন Xcopy F:*.* /s/e/f G: লিখে ইন্টার দিন।
এখানে আমার CD রুন ( F: ) আপনার CD রুম ড্রাইভ যেড্রাইভে রয়েছে তাই লিখুন হয়ত বা D অথবা অন কিছু
তেমনি বাবে আমার ড্রাই (G) আপনার পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তা লিখুন হয়ত বা H অথবা অন কিছু
৪. USB Bootable Windows Xp, Windows 7, এবং উবুন্টু, লিনাক্স মিন্ট তরি করতে বেশি হলে ৬ থকে ১২ মিনিট সময় লাগবে।
এখন আপিন আপনার Computer Restart কের BIOS থেক USB থেক বুট করার জন কনিফগার কের দিন।


Rahimul Islam 8801750004111

Thursday, April 18, 2013

PSY - GENTLEMAN ‘গ্যাংনাম স্টাইল’ এর পর এবার রেকর্ড ভাংলো ‘জেন্টলম্যান’!

ইউটিউবে ‘গ্যাংনাম স্টাইল’ খ্যাত দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী সাই আবারও বিশ্ব রেকর্ড গড়লেন। এবার তার নতুন মিউজিক ভিডিও ‘জেন্টলম্যান’ আপলোডের ৩ দিনের মধ্যেই ১০ কোটি মানুষ ভিডিওটি দেখেছে! মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই কোটি বার দেখা হয়ে গেছে। এর মাধ্যমে ইউটিউবে আপলোডের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বার দেখা ভিডিওর রেকর্ড দখলে নিয়েছে ‘জেন্টলম্যান’।
এত দিন জাস্টিন বিবারের ‘বয়ফ্রেন্ড’-এর দখলে ছিল রেকর্ডটি। গত বছরের মে মাসে ইউটিউবে প্রচারের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৮০ লাখ বার দেখা হয়েছিল ভিডিওটি। জানা গেছে, জেন্টলম্যান শনিবার ইউটিউবে আপলোড করা হয়। সোমবারের মধ্যেই চার কোটি ৪৫ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। আর আজ ১৭ এপ্রিল বুধবার ভোর রাতে লেখাটি তৈরি করার সময় পর্যন্ত ভিডিওটি সর্বমোট ১০,১৩,৫৫,৮৩৭ বার প্রদর্শিত হয়েছে!
গত বছর ‘গ্যাংনাম স্টাইল’ ভিডিওটি ইউটিউবে ছাড়ার পর থেকেই সাইয়ের তারকাখ্যাতি বাড়তে থাকে। ‘গ্যাংনাম স্টাইল’ প্রধানত সিউলের গ্যাংনাম জেলার অধিবাসীদের উচ্চবিলাসী জীবনধারার একটি প্রতীকী রূপ। গত জুলাইয় ইউটিউবে গ্যাংনাম স্টাইল পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ১৫০ কোটিবার ভিডিওটি দেখা হয়েছে। অন্য কোনো ভিডিও এখনো এ রেকর্ড ভাংতে পারেনি।
ফ্রান্স, কানাডা, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেনসহ বিশ্বের অনেক দেশে ‘জেন্টেলম্যান’ শীর্ষ ১০ ভিডিও গানের তালিকায় রয়েছে। এমনকি ফিনল্যান্ডের ভিডিও তালিকার শীর্ষস্থানে রয়েছে ‘জেন্টেলম্যান’। বছর দুয়েক আগেও তেমন কোন পরিচিতি ছিল না সাইয়ের। তবে তার বানানো বিভিন্ন মিউজিক ভিডিও নিয়মিত আপলোড হতো ইউটিউবসহ অন্যান্য অনলাইন ভিডিও সাইটগুলোয়।
সাইয়ের গ্যাংনাম স্টাইলে নেচেছেন জাতিসংঘের মহাসচিবসহ বিশ্বের নামীদামী তারকা আর রাজনীতিবিদরা। সবাই ইউটিউবেই ভিডিওটি উপভোগ করেছেন। জেন্টেলম্যানের তেমন কোনো বিশেষত্ব না থাকলেও ভিডিওটি আনন্দ উল্লাসপূর্ণ বলে মন্তব্য করেন ইউটিউব ব্যবহারকারীরা।
ভিডিওটিতে সাইকে সুইমিং পুল, গ্রন্থাগার, দামি কাপড়ের দোকান, রেস্তোরাঁসহ সিউলের বিভিন্ন স্থানে নাচতে দেখা যায়। ভিডিওটিতে বিভিন্ন নারীর সঙ্গে গায়কের রসিকতাও লক্ষ করা যায়। তবে এবারের ভিডিওতেও গতবারের ভিডিওর নাচের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। রয়েছে আগের ভিডিওতে অংশগ্রহণ করা অন্যান্য নিত্যশিল্পীরাও।
১০,১৩,৫৫,৮৩৭ বার প্রদর্শিত এই ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দিয়েছে ১০,৭৫,৭৭১ জন মানুষ। আবার অপছন্দর সংখ্যাও কম নয়! এখন পর্যন্ত ভিডিওটিতে ডিজলাইক দিয়েছে ১,৯৮,৯৬৯ জন মানুষ।
বর্তমানে যারা ইউটিউবে ভিডিও দেখতে পারছেন না তারা আপাতত ‘জেন্টলম্যান’ ভিডিওটি দেখুন ফেসবুকের এই ঠিকানায়

Wednesday, April 17, 2013

ফ্রী আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন -UPDATED

পোস্টের শুরুতেই সবাইকে আমার সালাম।মুসলমান ভাইদেরকে অগ্রিম ঈদ মোবারক আর হিন্দুদের জানাই শারদীয় শুভেচ্ছা।
পোস্টের শুরুতেই আমি পিডি প্রক্সি নিয়ে আলোচনা করব।আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে পিডি প্রক্সি দিয়ে ফ্রী তে নেট ইউজ করা যায়।কিন্তু এটার সবচেয়ে বড় অসুবিধা হল:
১.Bandwidth Limit Exceded ম্যাসেজ যা ১০০ এমবি ব্যবহার না করলেও আসে।
২.Blocked Website(Facebook,Twitter,Yahoo,Youtube) গুলোতে যেতে পারবেন না।
3.কোন সফ্টওয়্যার এর এক্টিভেটর ব্যবহার করতে পারবেন না।
4.Torrent File ডাউনলোড করতে পারবেন না।
নোট:আপনার একাউন্ট বলক করে দিলে Bandwidth Limit Exceded ম্যাসেজ পাবেন।
এতো সমস্যা নিয়ে কি আর নেট ইউজ করা যায়? আজ আমি যেটা নিয়ে আলোচনা করব তার নাম Cproxy।
সুবিধাসমুহ:১.দৈনিক কোন লিমিট নাই
২.কোন ওয়েবসাইট ব্লক করবে না।
৩.ব্যবহার করা সহজ
4.Torrent File ডাউনলোড করতে পারবেন ।
অসুবিধাসমুহ:১.একটি একাউন্ট ৩ দিন ব্যবহার করতে পারবেন
২.৩ দিন পর ডিমো সার্ভার ব্যবহার করলে ফুল স্পিড পাবেন না।
৩.মাঝে মাঝে কোন ওয়েবসাইটে যেতে ১০ সে. অপেক্ষা করতে হবে।
২.ফ্রীতে একটি একাউন্ট তৈরী করুন
৩.তারা আপনাকে একটি ইমেল পাঠাবে।ইমেলে দেওয়া আইডি এবং পাসওয়ার্ড ইনস্টল করার পর Preference এ প্রবেশ করান
৪.parent proxy তে address:freeproxyserver.net  port:8080 Username and password দরকার নেই।
৫.apply করুন।তারপর overview তে update stats এ ক্লিক করুন।
এ একাউন্ট দিয়ে আপনি ৩ দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।৩ দিন পর নতুন একাউন্ট তৈরী করুন।
6.Network properties এ গিয়ে Networking-Internet protocol version4&6(ipv4&ipv6)-properties-use the following dns server addresses(click)-prefered:127.0.0.1     alternate:8.8.8.8
7.Browser setting:  setting-network-change proxy setting-lans etting-use a proxy server for your lan(address:127.0.0.1   port3128)


8.IDM এ গিয়ে Downloads-options-proxy/socks-get from IE(click)-use proxy(Click)
9.preferance এ random server ইউজ করেন
পোস্টটি লিখতে অনেক কষ্ট হল।আপনাদের ভাললাগা কষ্টকে ভুলে গিয়ে পরবর্তী পোস্ট করতে অনুপ্রেরণা জাগাবে।
N.B:পিডি প্রক্সি ব্যবহার করতে ডিফল্ট সেটিংস ব্যবহার করতে হবে

ফেসবুকে আমি।

Rahimul Islam 8801750004111

Tuesday, April 16, 2013

বাংলাদেশী ওষুধের উপর প্রথম এনড্রয়েড এপস: জিলস ড্রাগস কনজিউমার এডিশন সবার জন্য উন্মুক্ত!!

জিলস ড্রাগ ডেটাবেজের এই টিউনে সবার আগ্রহের কারণে এর কনজিউমার ভার্সন তৈরী করা হয়েছে। কনজিউমার ভার্সনটির মাধ্যমে রোগী, ফার্মেসীর দোকানদার, ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ ও অন্যন্য সাধারণ ব্যবহারকারীগণ ওষুধের নাম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। যেমনঃ ওষুধের জেনেরিক নাম, প্রস্তুত কারক কোম্পানী ও ওষুধের দাম (৮,০০০ এর বেশী ওষুধের দাম দেয়া  আছে)
ডেটাবেজে মোট ওষুধ রয়েছে ৩৩,০০০+। বাংলাদেশে এর আগে এতবেশী ওষুধ নিয়ে কোন সফটওয়্যার তৈরী হয়েছে বলে আমার জানা নেই। মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় এমন সব ওষুধের তথ্যই এখানে মিলবে। এটি বাংলাদেশের ওষুধের উপর নির্মিত প্রথম এনড্রয়েড অ্যাপস। সবচেয়ে বড় কথা অ্যাপসটি অফলাইন অর্থাৎ ব্যবহারের জন্য কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।

ব্যবহার প্রণালীঃ

1. অ্যাপসটি ডাউনলোড করুন মিডিয়াফায়ারের এই লিংক থেকে
2. অ্যাপসটি মোবাইলে ইন্সটল করুন। এটি ইন্টারনাল মেমরীতে 11MB+ জায়গা নেবে।
3. অ্যাপটি ১০০% অফলাইন অর্থাৎ কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। প্রথমবার আপনি যখন অ্যাপটি চালু করবেন তখন এটি এর নিজস্ব ডেটাবেজ এক্সট্রাক্ট করা শুরু করবে ব্যাকগ্রাউন্ডে, যার জন্য কিছু সময় লাগবে। আপনার মোবাইলের প্রসেসরে উপর নির্ভর করবে কত দ্রুত ডেটাবেজ এক্সট্রাক্ট কম্পলিট হবে। সার্চবারে ”Zymet” টাইপ করুন। যখন Zymet পাবেন তখন বুঝবেন আপনার মোবাইলে ডেটাবেজ পুরোপুরি এক্সট্রাক্ট হয়ে গেছে। না পেলে কিছুক্ষণ অপেক্ষা করে ডেটাবেজ লোড হতে দিন।
4. আপনি ডাক্তার হলে জিলস ড্রাগ এর ডক্টরস এডিশনের জন্য আবেদন করতে পারেন। এই এডিশনে ওষুধের ব্যবহার ও ক্লাস সম্পর্কে তথ্য দেয়া আছে। বিস্তারিত এই টিউনে দেখুন
দুটো ভার্সনের পার্থক্যঃ

লাইসেন্সঃ

জিলস ড্রাগ কনজিউমার এডিশন একটি ফ্রিওয়্যার। এটি বিনামূল্যে বিতরণযোগ্য। আপনি ইচ্ছে করলে এটি অন্য সাইটে আপলোড বা অন্য কাউকে শেয়ার করতে পারবেন। এটির বিতরণের উপর কোন প্রকার নিষেধাজ্ঞা নেই।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
copy by techtunes

Rahimul Islam 8801750004111

Thursday, March 07, 2013

ভিসা চেক করুন ইচ্ছে মত !! ৫৪টি দেশের ভিসা সংক্রান্ত ওয়েব সাইট শুধু আপনাদের জন্য।

বন্ধুগন কেমন আছেন আপনারা ? নিশ্চই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভাল আছি, আজ আপনাদের সাথে কিছু দেশের ভিসা চেক সহ বিভিন্ন দেশের লেবার ভিসা সংক্রান্ত তথ্য, ইমিগ্রেশন তথ্য, স্টুডেন্ট ভিসার তথ্যের কিছু ওয়েব সাইট শেয়ার করব। যদি পূর্বে কোন ভাই ঐ ধরনের কোন টিউন করে থাকেন তাহলে কমেন্টস এ জানাবেন। আমি আমার টিউনটি ডিলিট করে দেব। আরেকটি কথা যদি কোন ওয়েবসাইট কাজ না করে আমাকে কমেন্ট এ জানাবেন সাধ্যের মধ্যে থাকলে Edit করার চেষ্টা করব। তাহলে দেরী না করে ওয়েব সাইট গুলো সংগ্রহে রাখুন।
১। তানজানিয়া
২। কাতার
৩। কুয়েত
৪। পাকিস্তান
৫। সৌদি আরব
৬। দুবাই/আরব আমিরাত
৭। মিশর
৮। বাংলাদেশ
৯। সাইপ্রাস
১০। নেপাল
১১। আলবেনিয়া
১২। জামবিয়া
১৩। জর্দান
১৪। ইন্ডিয়া
১৫। কেনিয়া
১৬। ইটালী
১৭। সিংগাপুর
১৮। গ্রীস
১৯। শ্রীলংকা
২০। দক্ষিণ আফ্রিকা
২১। ইরান
২২। গানা
২৩। তাইল্যান্ড
২৪। বাহরাইন
২৫। ভূটান
২৬। কলমবিয়া
২৭। কানাডা
২৮। বারবাডোস
২৯। কোরিয়া
৩০। জাপান
৩১। সাইপ্রাস
৩২। ভিয়েতনাম
english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড
৩৪। নামিবিয়া
৩৫। মালদ্বীপ
mhrys.gov.mv/
৩৬। মায়ানমার
৩৭। লেবানন
৩৮। পোল্যান্ড
৩৯। ইংল্যান্ড
৪০। বুলগেরিয়া
৪১। আমেরিকা
৪২। স্পেন
৪৩। ইউক্রেইন
৪৪। উগান্ডা
৪৫। পেলেস্তাইন
৪৬। ব্রুনাই
৪৭। ইয়ামেন
৪৮। নেদারল্যান্ড
৪৯। জামবিয়া
৫০। অষ্ট্রেলিয়া
৫১। জিমবাবুয়ে
৫২। ফিলিফাইন
৫৩। মালয়েশিয়া
৫৪। রাশিয়া
http://www.labour.gov.on.ca

Rahimul Islam 8801750004111

Thursday, February 21, 2013

USB Pendrive দিয়ে boot করুন আপনার পিসিকে কোন রকমের software ছাড়াই

বর্তমানে নতুন যত কম্পিউটার ব্যবহারকারী আছেন তার বিরাট অংশই Laptop অথবা Notebook/Netbook  PC ব্যবহার করেন। কোন কারনে যদি কম্পিউটারের CD/DVD Rom নষ্ট হয়ে যায় তখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটাপের প্রয়োজন হলে ব্যবহারকারীর মাথায় পড়ে হাত, আর সেটা যদি হয় নোটবুক তবেত আর কথায় নাই।
আজ এই সমস্যার সমাধান দেব আপনাদেরকে। আমি আপনাদেরকে শেখাব কিভাবে কোন software ব্যবহার না করেও Pen-drive দ্বরা Windows setup দেওয়া যায়।
এর জন্য আপনার প্রয়োজন হবে একটি 8 GB (৮ জিবি) Pen drive. ও windows 7 PC.
কার্যপ্রণালী:
১. প্রথমে ৮ GB Pen-drive টাকে পিসির USB port-এ লাগান। Pen-drive কে NTFS এ format করুন। অর্থাৎ যখন পেনড্রাইভটাকে ফরমেট করবেন তখন মেনু থেকে FAT এর পরিবর্তে NTFS সিলেক্ট করুন এবং format করুন।


২. এখন Windows এর Command Prompt মনেুতে যান। Start menu >>  All Programs>> Accessories>> Command Prompt (Open it). নিচের মত ছবি আসবে।
এখন নিচের হলুদ দাগ দেওয়া কমান্ড গুলো ফলো করুন।
৩. এখন লিখুন >diskpart  এবং enter চাপুন।
৪. DISKPART> list disk  লিখে enter চাপুন।
৫. DISKPART> select disk 1  লিখে enter চাপুন।(এখানে আপনার Pen-driveকে select করুন, এটি সাধারনত disk 1 হয়ে থাকে।
৬. DISKPART> clean   লিখে enter চাপুন। লক্ষরাখুন Clean করার সময় প্রথমবার error দেখাতে পারে সেক্ষের্তে আবার clean লিখে enter চাপুন।
৭. DISKPART> Create partition primary   লিখে enter চাপুন।
৮. DISKPART> active    লিখে enter চাপুন।
9. DISKPART> format quick লিখে enter চাপুন।
       100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১০. DISKPART> assign  লিখে enter চাপুন। Successful দেখালে বরে হয়ে আসুন।
এখন এই Pen-driveএ সিডি থেকে Setup file গুলো কপি করুন। তাহলেই কাজ শেষ।
এখন এটি দিয়ে যেকোন পিসিতে Windows setup দিতে পারবেন।
কোন সমস্যা হলে যানাবেন।
 
Rahimul Islam 8801750004111